কুইন্সটাউন, ১১ ফেব্রুয়ারি : বিগ ব্যাশে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া হরমনপ্রীত কৌরের ব্যাটিং ফর্ম নিয়ে সামান্য উদ্বেগের মধ্যে দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচেও তিনি ১২ রানে আউট হয়ে যান। নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে শনিবার। প্রথম ম্যাচেই হরমনপ্রীতের ব্যাটে রান দেখতে পেলে স্বস্তি পাবে মিতালি রাজের দল।
আরও পড়ুন-মরিসদের রেকর্ড কি ভাঙবে এবার
আগামী মাসে আইসিসি বিশ্বকাপ। তার আগে টিম কম্বিনেশন ঠিক করে নেওয়া অবশ্যই একটা কাজ। তবে এতে কিছুটা সমস্যা করছে স্মৃতি মান্ধনার বাড়তি কোয়ারেন্টিনের মেয়াদ। তাঁর মতোই অবস্থা রেণুকা ও মেঘনা সিংয়ের। এই মাঠেই ৪ মার্চ বিশ্বকাপ শুরু হবে। এখানকার ছোট মাঠ আর প্রচণ্ড হওয়া যে কোনও দলের জন্যই চ্যালেঞ্জ। মিতালি এদিন বলেছেন, তাঁরা এখানে ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী। সামনে চাপ থাকলেও তার মধ্যে থেকেই তাঁরা দল হিসাবে ভাল করতে চান। ‘‘আমাদের কাছে সব সিরিজই খুব গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচেও ভাল খেলতে চাই আমরা।”
আরও পড়ুন-হোল্ডার-রাবাডার দিকে চোখ সবার
টি-২০ ম্যাচে না থাকলেও এই ম্যাচে ঝুলন গোস্বামী ভারতীয় বোলিংয়ের নেতৃত্ব দেবেন। সঙ্গে থাকবেন পূজা বস্ত্রকার। স্মৃতি-সহ প্রথম দলের কয়েকজন কোয়ারেন্টিনে থাকায় এই ম্যাচে নতুনদের সামনে সুযোগ এনে দিয়েছে। তাঁরা সেই সুযোগ কাজে লাগাতে পারেন কি না সেটাই এখন দেখার।