ফের ব্যাঙ্ক কেলেঙ্কারির পর্দাফাঁস, এবার মোদির রাজ্যে

Must read

প্রতিবেদন : ব্যাঙ্ক (Bank) থেকে নেওয়া কোটি কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে নীরব মোদি, বিজয় মালিয়ার মতো শিল্পপতিদের বিরুদ্ধে। এবার ব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ পরিশোধ না করার অভিযোগ সামনে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে। এই রাজ্যের এবিজি শিপ ইয়ার্ডের বিরুদ্ধে ২২ হাজার ৮৪২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। মোট ২৮টি ব্যাঙ্কের কাছ থেকে সংস্থা এই বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। এই কেলেঙ্কারির পর্দাফাঁস করেছে সিবিআই।

গুজরাতের ওই জাহাজ নির্মাণ সংস্থার তিন কর্তা অশ্বিনী কুমার, সন্থানম মুথুস্বামী ও ঋষি আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই। এবিজি শিপ ইয়ার্ড নামে এই সংস্থাটি জাহাজ নির্মাণ ও মেরামত কাজ করে থাকে। গুজরাতের সুরাত ও দাহেজে সংস্থার নিজস্ব কারখানা রয়েছে। অভিযোগ এই সংস্থাটি বিভিন্ন ব্যাঙ্কের (Bank) কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিলেও সেই ঋণ তারা আর পরিশোধ করেনি।

সিবিআইয়ের তদন্তে দেখা গিয়েছে, সংস্থাটি আইসিআইসি আই ব্যাঙ্কের কাছ থেকে ৭ হাজার ৮৯ কোটি টাকা, আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৩৬৩৪ কোটি টাকা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে ২৯২৫ কোটি টাকা ঋণ নিয়েছিল। ব্যাঙ্ক অফ বরোদা থেকে ১৬১৪ কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে ১২৪৪ কোটি টাকা করে ঋণ নিয়েছিল।

পরবর্তী ক্ষেত্রে সংস্থা ব্যাঙ্কগুলির কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের কোনও চেষ্টাই করেনি ঘটনার জেরে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনে সিবিআই এবিজি শিপ ইয়ার্ড লিমিটেডের তিন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

সিবিআই তার অভিযোগে জানিয়েছে, ২০১২ সালের এপ্রিল মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত অভিযুক্তরা যৌথভাবে ব্যাঙ্ক তহবিলের যথেচ্ছ অপব্যবহার করেছে। এমনকী, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে নেওয়া টাকাও যথাযথ কাজে খরচ করা হয়নি। অর্থাৎ যে উদ্দেশ্যে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে ওই টাকা কাজে লাগানো হয়নি। শুধু তাই নয়, সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের জন্য সময়মত সুদ-সহ মাসিক কিস্তির টাকাও পরিশোধ করেনি। মোদির নিজের রাজ্য গুজরাতে রয়েছে বিজেপি সরকার। সেই সরকারের চোখে ধুলো দিয়ে কীভাবে এত বড় একটা কেলেঙ্কারি ঘটল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

Latest article