সংবাদদাতা, বারাকপুর : প্রত্যাশামতোই রবিবার তৃণমূলে যোগদান করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ আত্মীয়রা। শনিবার ছিল পুরভোট থেকে নাম প্রত্যাহারের শেষ দিন। সেই দিন সবাইকে চমক দিয়ে নাম প্রত্যাহার করেন প্রাক্তন বিধায়ক সুনীল সিংহ, তাঁর পুত্র আদিত্য সিংহ এবং অর্জুন সিংয়ের ভ্রাতুষ্পুত্র সৌরভ সিংহ। এঁরা প্রত্যেকেই বিজেপির প্রার্থী হয়েছিলেন। সুনীল সিংহ হয়েছিলেন গারুলিয়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী। আদিত্য সিংহ হয়েছিলেন ওই পুরসভারই ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। সৌরভ সিংহ হয়েছিলেন ভাটপাড়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী। আজ এই তিনজনই তৃণমূলের (Trinamool Congress) দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের কো-অর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক ও দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক। দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, যাঁরা অভিমান করে টিকিট পাননি বলে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তাঁদের অনুরোধ করায় তাঁদের অধিকাংশই পুর নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। কয়েকজন নাম প্রত্যাহার করেননি। তাঁদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন তাঁদের নাম প্রত্যাহার নেন লিফলেট দিয়ে। তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদানের পর সুনীল সিংহ বলেন, ‘‘আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম। বিজেপিতে গেছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না। তাই মূল স্রোতে ফিরে এলাম।” তৃণমূলে থেকে কাজ করতে চান, এমনটাই দাবি সুনীল সিংহর।