পুরুষ ৫০ মহিলা ৫০

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : রাজ্যের উন্নয়নের প্রতিটি স্তরেই রয়েছে মহিলাদের অশেষ অবদান। মহিলাদের সেই অবদানকে কুর্নিশ জানাতেই পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভায় এবার পুরুষ ও মহিলা প্রার্থীর অনুপাত রাখা হয়েছে ৫০ শতাংশ করে। ১৬ নম্বর ওয়ার্ডের এই ছোট্ট পুরশহরটিতে বাম আমলে তেমন করে উন্নয়নের ছোঁয়া না লাগলেও গত কয়েক বছরে শহরের রাস্তাঘাট থেকে পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিকাঠামো থেকে পর্যটন সবেতেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Trinamool Congress) স্বপ্নকে বাস্তবায়িত করতে শুধু মহিলাদের ক্ষমতায়নই নয়, এই অঞ্চলের মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাঁদের স্বনির্ভর করারও বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্ডার। তিনি বলেন, নারীদের সামাজিক বৃত্তে পুরুষের সমান অধিকার দেওয়ার ব্যাপারেও সমান আগ্রহী। তাই এই পুরনির্বাচনে ১৬ জনের মধ্যে ৮ জনই মহিলা প্রার্থী। স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতা অরূপ মিদ্যা বলেন, এই এলাকায় এখনও বিরোধীদের তেমন দেখা মেলেনি। এদিন রেখা দলুই, যমুনা শিকারি, শিপ্রা চৌধুরি, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখের সমর্থনে বিশাল পদযাত্রা বের করা হয়। ওই পদযাত্রায় অংশ নেন বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির শীর্ষ নেতৃবৃন্দ। অরূপবাবু বলেন, এবারেও শহরের উন্নয়নকে সামনে রেখেই মানুষের দুয়ারে ভোট চাইতে যাচ্ছেন দলীয় প্রার্থীরা। এলাকার বেকার যুবক-যুবতীদের জন্য বিভিন্ন প্রকার কাজের সুযোগ এনে দেওয়ার সব রকমের প্রচেষ্টা করবে নতুন পুরবোর্ড।

আরও পড়ুন – বঙ্গ বিজেপি দেউলিয়া

পাশাপাশি রবিবার ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডে‍‘মাছে ভাতে বাঙালি’ নাম দিয়ে একটি খাদ্যমেলার আয়োজন করা হয়। স্থানীয় যুব তৃণমূল নেতা পল্লবরঞ্জন নাগের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল। মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, বিশিষ্ট কংগ্রেস নেতা সুদেব রায় সহ বেশ কয়েকজন মেয়র পারিষদ।

Latest article