দেবর্ষি মজুমদার, বীরভূম : জেলায় সর্বপ্রথম সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হল বোলপুর (Bolpur) শ্রীনিকেতন ব্লকের শান্তিনিকেতনে সোনাঝুরি লাগোয়া কর্মতীর্থে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শো স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় পণ্যসামগ্রী নিয়ে হাজির। মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে, আনন্দধারা প্রকল্প, বীরভূম গ্রামীণ দফতর ও বোলপুর (Bolpur) শ্রীনিকেতন ব্লকের উদ্যোগে মেলার সূচনা। উদ্বোধন করেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, জেলাশাসক বিধান রায়, বিডিও শেখর সাঁই। বিকাশ বলেন, ‘‘বীরভূম জেলার সভাধিপতি হিসেবে আমি গর্বিত। জেলায় ৫৫ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী। তাঁরা সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত বিভিন্ন মেলায় তাঁদের বাটিকের কাজ, চামড়ার ব্যাগ, তসরের কাপড়ের পসরা নিয়ে হাজির হন। মহিলারা অনেকেই জানিয়েছেন, এসবের মাধ্যমে তাঁরা স্বাবলম্বী। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চেয়েছিলেন।’’ জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘স্বনির্ভর গোষ্ঠীর পুরনো ধ্যানধারণা বদলে, নতুনভাবে এগিয়ে যেতে হবে। জেলাশাসক হিসেবে চাই, গ্রামীণ দফতরের অধীন এই কাজ সমন্বয় রেখে এগিয়ে চলুক। সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে।’’