নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : সুরেশ রায়না এবারের নিলামে কোনও দল না পাওয়ায় রীতিমতো অবাক সুনীল গাভাসকর। অথচ আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক রায়না। ২০৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫,৫২৮ রান। ক্রিকেট মহলে তিনি ‘মিস্টার আইপিএল’ নামেই পরিচিত। গাভাসকর বলছেন, ‘‘রায়না দল না পাওয়ায় আমি বিস্মিত। ও বাঁ হাতি ব্যাটসম্যান। সঙ্গে অফ স্পিনটাও করতে পারে। দুরন্ত ফিল্ডার। সবচেয়ে বড় কথা, আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছে এবং ধারাবাহিকতা দেখিয়েছে। তাই ওকে নিয়ে কোনও দল আগ্রহ না দেখানোয় আমি অবাক।’’
আরও পড়ুন-৫৫ কেজিতে চানু
সানির বাড়তি সংযোজন, ‘‘গতবার দুবাইয়ের পিচে কিছুটা বাউন্স ছিল। সেখানে ব্যাট করতে গিয়ে কিছুটা হলেও সমস্যায় পড়েছিল রায়না। তাই হয়তো ফ্র্যাঞ্চাইজিদের মনে হয়েছে, ভারতের পিচেও ও জোরে বোলারদের সামনে সমস্যায় পড়বে। তবে কেন এমনটা ঘটল, তার উত্তর একমাত্র ফ্র্যাঞ্চাইজিরাই বলতে পারবে।’’
এদিকে, সোমবার রায়নাকে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ। তাঁর যুক্তি, এই সিএসকে টিমে রায়নার জায়গা নেই। তাই কঠিন হলেও সিদ্ধান্তটা নিতে হয়েছে। চেন্নাইয়ের সিইও-র এই সাফাই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় সিএসকে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।