গান স্যালুট গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukhopadhyay) চিরবিদায়। বুধবার সন্ধেয় রবীন্দ্রসদন থেকে তার মরদেহ এসে পৌঁছয় কেওড়াতলা মহাশ্মশানে। সাড়ে তিন কিলোমিটার পথের সর্বাগ্রে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), অরূপ বিশ্বাস, মালা রায় সহ মন্ত্রিসভার অন্যান্যরা। গীতশ্রীর দেহ পঞ্চভূতে বিলীন না হওয়া পর্যন্ত শ্মশানে ঠায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রিয় কাছের সন্ধ্যাদি নেই, যেন বিশ্বাস করতে পারছিলেন না।তিনি বলেছেন, তাঁর মৃত্যুতে বাংলার সঙ্গীত ও সংস্কৃতির জগতের বড় ক্ষতি।
আরও পড়ুন: শহর জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের
বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) দেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানান অনুগামী ও ভক্তরা।