সংবাদদাতা, বাঁকুড়া : ‘খেলা হবে (Khela Hobe), উন্নয়নের খেলা হবে’, এই স্লোগান সামনে রেখে আজ বিকেল থেকেই বাঁকুড়ার (Bankura) ২৪টি ওয়ার্ডে ঝাঁপিয়ে পড়ছে যুব তৃণমূল (Trinamool Congress) বাহিনী। বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় ফুটবল হাতে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বললেন, চারটে পুর নিগমে বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। আজ থেকেই দুর্গাপুর থেকে পাইপলাইনে জল এনে বাঁকুড়া পুরসভায় পানীয় জলের সঙ্কট মেটানো হয়েছে, সারা শহর আলোয় ঝলমল করছে, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরা বাঁকুড়া পুরবাসীকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। অরূপ বলেন, ‘যাঁরা অন্য দলে গিয়ে দলের বিরোধিতা করছেন, তাঁদের বলব ফিরে আসুন। যাঁরা বিরোধিতা চালিয়ে যাচ্ছেন, তাঁদের উদ্দেশে বলব, মা মাটি মানুষের সরকার গরিব মানুষের অন্নের ভাণ্ডার’। পড়াশোনা, চিকিৎসা, সবুজসাথী, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের মতো জনহিতকর প্রকল্পের মতো জনহিতকর প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করা হয়েছে রাজ্যের মানুষের জন্য। এটা বন্ধ করার চক্রান্ত করছেন। বিপুল জয়ের জন্য সোমবার বিকেল থেকে ২টি ওয়ার্ডে যুব বাহিনী প্রচার শুরু করল আনুষ্ঠানিকভাবে। ফুটবল হাতে অরূপের এই বক্তব্যে যুব বাহিনীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আরও পড়ুন-গঙ্গাভাঙন রোধে শুরু হল কাজ