প্রতিবেদন : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন একসময় তাঁরই দলীয় সহকর্মী তথা বিখ্যাত কবি কুমার বিশ্বাস। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কুমার জানিয়েছেন, ক্ষমতায় থাকার জন্য কেজরিওয়াল যে কোনও কাজই করতে পারেন।
আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তিনি আম আদমি পার্টির কেমন সম্ভাবনা দেখছেন? এই প্রশ্নের উত্তরেই কেজরির বিরুদ্ধে কুমার বিস্ফোরক অভিযোগ করেন। কুমার বলেন, একসময় পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষেই ছিলেন কেজরিওয়াল। তাঁর দাবি, ২০১৭ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় তিনি কেজরিওয়ালকে খলিস্তানি বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্তদের সাহায্য না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন – মিডিয়ার কণ্ঠরোধে এগিয়ে উত্তরপ্রদেশ
কিন্তু কেজরিওয়াল তাঁকে পাল্টা বলেছিলেন, এসব ভেবে লাভ নেই। একদিন সব ঠিক হয়ে যাবে। এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে কেজরিওয়াল বলেছিলেন, তিনি স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হবেন। এখানে ‘স্বাধীন দেশ’ বলতে কেজরিওয়াল (Arvind Kejriwal) খলিস্তানকে বুঝিয়েছিলেন। কেজরির বিরুদ্ধে কুমার বিশ্বাসের এই অভিযোগ সামনে আসতেই দিল্লির রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
এরই মধ্যে দিল্লির এক সমীক্ষায় দেখা গিয়েছে গত দু’বছরে কেজরি সরকারের জনপ্রিয়তা অনেকটাই কমেছে। দিল্লির অধিকাংশ বাসিন্দাই কেজরির ভূমিকায় সন্তুষ্ট নন। সম্প্রতি করা এক সমীক্ষায় দেখা গিয়েছে, দিল্লির প্রতি তিনজন মানুষের মধ্যে দুজন কেজরিওয়াল সরকারের ওপর ক্ষুব্ধ।