আমি কন্যাশ্রী
সুমিত্রা টুডু, দ্বাদশ শ্রেণীর ছাত্রী
আমার বাবা মঙ্গল টুডু ভূমিহীন দিনমজুর। মা-ও দিনমজুরি করেন। খুব গরিব আমরা। থাকি সিমলাপাল থানার রায়বাঁধ গ্রামে। দুই বোন এক ভাইয়ের মধ্যে আমিই বড়। গ্রাম থেকে স্কুল তিন কিলোমিটার দূরে। ভাই সপ্তম শ্রেণীতে পড়ে।
সবুজসাথী সাইকেল পাওয়ার আগে হেঁটেই স্কুলে যেতাম। এখন ভাইকে চাপিয়ে নিয়ে স্কুলে যাই। বিনা পয়সায় যে চাল-আটা পাই, তাতে মোটামুটি খাবার সংস্থান হয়ে যায়। এ বছর কন্যাশ্রীর ২৫ হাজার টাকা পেয়েছি।
এই টাকায় প্রতিবেশীর কাছ থেকে এক শতকেরও কম জমি কিনেছি। বাবা খুব খুশি। দিদি কন্যাশ্রী প্রকল্পের এই টাকা না দিলে বাস্তুজমি কেনা বাবার পক্ষে সম্ভব হত না। শুধু আমার নয়, পরিবারের সকলের আনত প্রণাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।