প্রতিবেদন : কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৩ এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেল ভারত। আর ভেনু হিসেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কলকাতাকে বেছে নিয়েছে। অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার জন্য লড়াই করবেন সুনীল ছেত্রীরা।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে অস্ত্রোপচার ফুটবলারের, উদ্যোগ নিলেন বিধায়ক
ইতিমধ্যেই আয়োজক চিন-সহ মোট ১৩টি দেশ এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করে ফেলেছে। এবার বাকি ১১টি জায়গায় জন্য লড়াই করবে ২৪টি দেশ। বাছাই পর্বের ম্যাচগুলোর আয়োজনের দায়িত্ব ভারত ছাড়াও পেয়েছে কুয়েত, কিরঘিজ প্রজাতন্ত্র, মালয়েশিয়া, মঙ্গোলিয়া এবং উজবেকিস্তান। আগামী ২৪ ফেব্রুয়ারি এই বাছাই পর্বের গ্রুপ বিন্যাশ হবে লটারির মাধ্যমে। টুর্নামেন্ট শুরু হবে ৮ জুন থেকে। ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন, ‘‘আমরা খুশি যে ভারতীয় দল দেশের মাটিতে খেলতে পারবে। ভেনু হিসেবে আমরা কলকাতাকেই বিড করেছিলাম। কারণ যুবভারতীয় পরিকাঠামোই সেরা। রাজ্য সরকারও সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’’