প্রতিবেদন : রাশিয়া সেনা সরিয়ে আনার কথা বললেও এখনও ইউক্রেনের পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। বরং ইউক্রেনকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই রাশিয়া-আমেরিকার সম্পর্কের অবনতি হচ্ছে। স্বাভাবিকভাবেই ইউক্রনে যুদ্ধের আশঙ্কা ক্রমশই বাড়ছে। পরিস্থিতির কারণে ইউক্রেনে থাকা ভারতীয়দের ঘরে ফেরাতে তৎপর হল নয়াদিল্লি।
আরও পড়ুন-এবার আইপিএস ক্যাডার নীতি বদল?
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, করোনার কারণে আন্তর্জাতিক উড়ানের ওপর যে সমস্ত বিধিনিষেধ জারি রয়েছে ইউক্রেন থেকে ভারতে আগত উড়ানের ক্ষেত্রে সেগুলি কিছুটা শিথিল করা হচ্ছে। ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকরা যাতে দ্রুত দেশে ফিরতে পারেন তার জন্যই এই ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে উড়ানের সংখ্যাও। ভারতীয় নাগরিকদের শীঘ্র দেশে ফেরাতে কমার্শিয়াল বিমানের পাশাপাশি চার্টার্ড বিমানও ব্যবহার করা হবে।