একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব সাফল্য মন কেড়েছে সকলের। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে মোদি-অমিত শাহ বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন । তাই ভিন রাজ্যেও ঘাসফুল শিবির এবার সংগঠন বিস্তার করতে একাধিক কর্মসূচি নিয়েছে । বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় -অভিষেক দুজনেই টার্গেট করেছেন সেই বিষয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনার তৃতীয় ঢেউ রুখতে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট
গত একুশে জুলাই গুজরাত প্রদেশ তৃণমূল কংগ্রেস বাংলা সহ শহিদ দিবস পালন করেছিল। এবার ১৬ অগাস্ট মোদি-অমিত শাহের রাজ্য গুজরাতে ”খেলা হবে দিবস” বেশ জাঁকজমকপূর্ণ হয়েই উদযাপন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৈরি করা হয়েছে একটি ট্রফিও।
আরও পড়ুন- ‘সবুজসাথী সাইকেল পাওয়ার আগে হেঁটেই স্কুলে যেতাম’, খুশি সুমিত্রা টুডু
বাংলায় বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ”খেলা হবে” স্লোগান তুলেছিল । যা এখনও আট থেকে আশি, সকলের মুখে মুখে। সেই জনপ্রিয় স্লোগানটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার পাশাপাশি ত্রিপুরা, গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যেও এবার “কগেলা হবে দিবস” পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস ।