প্রতিবেদন : ভোট চতুর্থ দফায়। তার আগে শনিবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) । মঞ্চে তিনি যখন বক্তৃতা শুরু করতে ওঠেন তখনই সভামঞ্চের বাইরে তুমুল স্লোগান শুরু হয় চাকরিপ্রার্থীদের। স্লোগানরত যুবকদের দাবি, আমাদের চাকরি দিতে হবে। সেনাবাহিনীতে নিয়োগ কেন বন্ধ? কর্মসংস্থানের সুযোগ দিতে অবিলম্বে সেনাবাহিনীতে নিয়োগ চালু করতে হবে। কর্মপ্রার্থীদের এই স্লোগানে দৃশ্যতই চাপে পড়েন রাজনাথ সিং। স্থানীয় নেতাদের কাছ থেকে পুরো বিষয়টি জানতে চান। এরপরই তিনি (Rajnath Singh) বক্তৃতায় সাফাই দিয়ে বলেন, করোনাজনিত কারণে গত দু’বছর সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ আছে। শীঘ্রই সেনাবাহিনীতে নিয়োগ চালু হবে। যদিও এদিনের ঘটনার পর রাজনৈতিক মহল মনে করছে, যেভাবে উত্তরপ্রদেশের কর্মহীন তরুণ সম্প্রদায় বিজেপির বিরোধিতা করছে তাতে আসন্ন বিধানসভা নির্বাচনকে গেরুয়া দলকে বিপাকে পড়তে হবে।