রাশিয়া ও ইউক্রেনের চলতি উত্তেজনার মধ্যেই রহস্যজনক বিস্ফোরণ ঘটল মস্কো থেকে ইউরোপ যাওয়ার তেলের পাইপলাইনে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার রাতে লুহানস্ক শহরে ধ্রুঝবা পাইপলাইনে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। কী কারণে হঠাৎই তেলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন-চিনের স্পেস স্টেশন
কূটনৈতিক মহল মনে করছে, এই বিস্ফোরণের জেরে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা আরও বাড়ল। এএফপি জানিয়েছে, এই বিস্ফোরণে এখনও পর্যন্ত হতাহতের তেমন কোনও খবর নেই। প্রথম বিস্ফোরণ ঘটেছে রাশিয়া থেকে ইউরোপ যাওয়া তেলের পাইপলাইনে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শহরের উপকণ্ঠে একটি পেট্রোল পাম্পে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ওই পাইপলাইনে প্রবল আগুন লেগে যায়। কী কারণে হঠাৎই তেলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল তা জানতে জোর তদন্ত শুরু হয়েছে।