ভোটের ফের বিজেপিতে ভাঙন৷ বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বোলপুর ব্লকের সিয়ান মুলক অঞ্চলে সিয়ান তৃণমূল দলীয় কার্যালয়ে প্রায় ৫০টি বিজেপি পরিবারের ২৫০ জন বিজেপি কর্মী শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
আরও পড়ুন- এবার মোদি-শাহর রাজ্যেও পালিত হবে “খেলা হবে দিবস”
বুধবার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সেই সকল বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই ঘটনায় উপস্থিত ছিলেন নানুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানচন্দ্র মাঝি, বোলপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিহির রায়, সিয়ান মুলক অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি সাদরেল আলা।
আরও পড়ুন- নদী ভাঙন রুখতে এবার এগিয়ে এল পুলিশ
সদ্য যোগ দেওয়া বিধায়ক জানিয়েছেন, এলাকার প্রত্যেকটি বাড়িতে উন্নয়ন পৌঁছে দিতে হবে৷ রাজ্য সরকারের ৭০টির ওপর প্রকল্প রয়েছে ৷ এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে৷
উল্লেখ্য, ভোটের আগে অমিত শাহ, নরেন্দ্র মোদির মতো কেন্দ্রের প্রথম সারির নেতারা পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেছেন। কিন্তু, নির্বাচন শেষে ভোট পাখির মতো উড়ে গিয়েছেন তারা৷