গ্যাস সিলিন্ডার নিয়ে পথে মহিলারা

Must read

সংবাদদাতা, রামপুরহাট : পুরভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে জমজমাট হয়ে উঠল রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ড। অভিনব প্রচার মিছিলে রান্নার ফাঁকা গ্যাস সিলিন্ডার নিয়ে হাঁটলেন এলাকার মহিলারা। কেন্দ্রে মোদির বিজেপি সরকার আসার পর থেকেই দেশে দফায় দফায় বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। গ্যাসের আঁচে মধ্যবিত্ত দরিদ্র মানুষের জীবন এখন জেরবার। এর প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সংসদের দুই কক্ষেই সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কিন্তু স্বৈরাচারী ও জনবিরোধী মোদি সরকার সংখ্যাগরিষ্ঠতার জেরে গণতন্ত্রের গলা টিপে ধরছে। জ্বালানির মূল্যবৃদ্ধিও অব্যাহত। পুরভোটে মানুষের এই জ্বলন্ত সমস্যাকেই হাতিয়ার করলেন ১১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী তথা দলের জেলা সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। এলাকার মহিলাদের নিয়ে অভিনব প্রচার মিছিলে সরব হলেন তিনি। জিম্মি বলেন, সংসার চালাতে হয় মহিলাদের। রান্নার গ্যাসের দামবৃদ্ধির ফলে হিমশিম খাচ্ছেন তাঁরা। এটা আজ গোটা দেশের ইস্যু। জনবিরোধী মোদি সরকার দেশকে বেচে দিচ্ছে।

Latest article