নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের বাদ যাওয়া কোনও অপ্রত্যাশিত ঘটনা নয়। এই প্রসঙ্গে গাভাসকরের (Sunil Gavaskar) বক্তব্য, ‘‘এটা প্রত্যাশিত ঘটনা। দক্ষিণ আফ্রিকার সফরে ওদের একজনও যদি সেঞ্চুরি বা ৮০-৯০ রানের ইনিংস খেলে দিত, তাহলে নির্বাচকদের কাজটা কঠিন হয়ে যেত। হ্যাঁ, রাহানে ওই সফরে একটা হাফ সেঞ্চুরি করেছে। তবে ওই একটা ইনিংস বাদে ওর ব্যাটে রান ছিল না। পূজারাও ব্যর্থ হয়েছিল।’’
আরও পড়ুন – ঋদ্ধিকে হুমকি, পাশে দাঁড়ালেন বীরু ও ভাজ্জি
জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা জানিয়েছেন, রাহানে ও পূজারার জন্য টেস্ট দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়নি। বরং প্রথম শ্রেণির ক্রিকেটে ভাল পারফরম্যান্স করলে, প্রত্যাবর্তনের রাস্তা খোলা থাকছে। এই প্রসঙ্গে গাভাসকরের মন্তব্য, ‘‘অবশ্যই ওরা ফিরতে পারে। যদি রঞ্জি ট্রফির প্রত্যেক ম্যাচে ২০০-২৫০ রান করতে পারে, তাহলে ফের ডাক পেতেই পারে।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘তবে সমস্যা হল, ওদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি ভাল খেলে দেয়, তাহলে রাহানে-পূজারাদের কাজটা আরও কঠিন হয়ে যাবে।’’