প্রচারে বিজেপির কুৎসা, আক্রান্তের ত্রাতা তৃণমূলের প্রার্থী

সারাদিন জনসংযোগ, সন্ধেয় প্রচার সেরে দলীয় কার্যলয়ে কাজ করছিলেন বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : বিজেপি যখন কুৎসা আর হিংসার রাজনীতি করতে ব্যস্ত তখন কোনও কিছুকেই তোয়াক্কা না করে মানুষের জন্য কাজ করছে তৃণমূল কংগ্রেস। যার নজির দেখা গেল বালুরঘাটে। দুষ্কৃতী হামলায় আক্রান্ত এলাকার তরুণী। খবর পেয়ে প্রচারের মাঝেই নিজে গাড়ি চালিয়ে জখম তরুণীকে নিয়ে হাসপাতালে ছুটলেন ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী।

আরও পড়ুন-শপথ নেওয়ার আগেই হুঁশিয়ারি গৌতম দেবের, সিন্ডিকেটরাজ চলবে না

ঘটনা রবিবার রাতের। পুরসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। সারাদিন জনসংযোগ, সন্ধেয় প্রচার সেরে দলীয় কার্যলয়ে কাজ করছিলেন বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। ঠিক তখনই ফোন। জানতে পারেন এলাকারই এক তরুণী লাবণি সরকার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত। খবর পাওয়া মাত্রই সমস্ত কাজ ফেলে ছুটে যান তিনি। নিজেই গাড়ি চালিয়ে রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। যে-কোনও প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন-দেউচা পাচামিতে লক্ষাধিক চাকরি, জমির দ্বিগুণ দামের ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী পুরো ঘটনা প্রসঙ্গে বলেন, ‘থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করে দোষীকে খুঁজে বের করুক।’ পাশাপাশি নির্বাচনের আবহে চারদিকে বিজেপির হিংসা ছড়ানোর প্রসঙ্গে বলেন, ‘মানুষের পাশে না দাঁড়িয়ে চারদিকে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স, পোস্টার ছিঁড়ে এবং দলীয় কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’

Latest article