বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : আগামী মার্চ মাসের মধ্যেই উত্তরবঙ্গ জুড়ে প্রতিটি চা-বাগানে তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের ইউনিট কমিটি গঠিত হবে। সোমবার কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা-বাগানে তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের সভা থেকে এই কথা জানান তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওরাঁও।
আরও পড়ুন-প্রচারে বিজেপির কুৎসা, আক্রান্তের ত্রাতা তৃণমূলের প্রার্থী
সোমবার ভার্নাবাড়ি চা-বাগানে কালচিনি ব্লকের ২৩টি চা-বাগানের তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ।
প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানে তৃণমূলের দুটি সংগঠন ছিল কিন্তু দুই মাস পূর্বে এই দুটি সংগঠন ভেঙে একটি চা-বাগান সংগঠন তৃণমূল চা-শ্রমিক ইউনিয়ন তৈরি হয়, যার কেন্দ্রীয় সভাপতি হন বীরেন্দ্র বারা ওরাঁও। সংগঠন একটি তৈরি হলেও এতদিন চা-বাগানগুলোতে একটি ইউনিট এখন পর্যন্ত তৈরি হয়নি। অধিকাংশ চা-বাগানে এখন পুরানো দুটি ইউনিটই রয়েছে।
আরও পড়ুন-শপথ নেওয়ার আগেই হুঁশিয়ারি গৌতম দেবের, সিন্ডিকেটরাজ চলবে না
এই বিষয়ে বীরেন্দ্র বারা ওরাঁও জানান, মার্চ মাসের মধ্যে প্রতিটি চা-বাগানে তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের একটি করে ইউনিট তৈরি হবে, তার প্রস্তুতিসভা ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিটি এলাকায় আয়োজিত হচ্ছে।