গত বছরের অক্টোবরে লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ির চাকায় পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল লখিমপুর খেরির মৃতদের পরিবার। আশিসের জামিনের নির্দেশ অবিলম্বে খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-ব্যাঙ্কে ঢুকতে বাধা
মৃতদের পরিবারের প্রশ্ন, এভাবে সকলের চোখের সামনে গাড়িচাপা দিয়ে চারজনকে খুন করার পরেও কিভাবে মন্ত্রিপুত্র জামিন পেতে পারেন? মৃতদের পরিবার স্পষ্ট জানিয়েছে, তাঁরা এর শেষ দেখে ছাড়বেন। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, খুব শীঘ্রই এই আবেদনের শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই মতামত জানার পরেই এই হাইভোল্টেজ মামলায় শীর্ষ আদালত কী নির্দেশ দেয় সেদিকেই সকলের নজর থাকবে। উত্তরপ্রদেশ ভোটের আগেই সুপ্রিম কোর্ট যদি এই মামলায় কোনও নির্দেশ জারি করে সেক্ষেত্রে বিষয়টি রাজনৈতিকভাবে বিজেপির আরও বিপক্ষে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।