প্রতিবেদন : বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির কারণ জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রশ্ন, বর্ধিত ভাড়ার আদৌ কোনও সুনির্দিষ্ট তালিকা আছে কি? নাকি খেয়ালখুশিমতো ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে? এ ব্যাপারে আদালত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে পরিবহণ সচিবকে।
আরও পড়ুন-ডাক্তারিতে বাড়ছে আসন
বেসরকারি বাস, মিনিবাসের লাগামছাড়া ভাড়াবৃদ্ধি নিয়ে যাত্রী অসন্তোষ বেশ কিছুদিন ধরে। অথচ রাজ্য সরকারের কোনও অনুমতি নেই বর্ধিত ভাড়ায়। বরং বাসমালিকদের বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীও অভিযোগ করেন, সরকারি অনুমতি ছাড়াই বাড়ানো হয়েছে ভাড়া। কোনও তালিকাও নেই। ফলে খুবই অসুবিধার মধ্যে পড়ছেন সাধারণ যাত্রীরা।