সংবাদদাতা, হাওড়া : ডোমজুড়ের চামরাইল এলাকায় বিজেপি ছেড়ে প্রায় ৮০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ। চামরাইল অঞ্চলের একাধিক বিজেপি নেতার নেতৃত্বে ওই কর্মীরা দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
আরও পড়ুন-সমালোচনা নয়, মান্যতা দেওয়া হবে বিরোধীদেরও, মেয়র পদে শপথ গৌতমের
চামরাইল স্কুল মাঠে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তাঁরা জানালেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে শামিল হতেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। বিজেপিতে থাকলে মানুষের কাজ করা সম্ভব নয়।’’ তৃণমূল কংগ্রেসের হাওড়ার(সদর) সভাপতি কল্যাণ ঘোষ বলেন, এর আগে জগদীশপুর অঞ্চলের অনেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবার চামরাইল অঞ্চলেও বহু বিজেপি কর্মী দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এলেন।
আরও পড়ুন-প্রাইভেট বাসের ভাড়া কে বাড়াল
এর মধ্যে ভোটের আগে আমাদের দল ছেড়ে বিজেপিতে যাওয়া চামরাইল অঞ্চলের তৎকালীন তৃণমূলের সভাপতিও তাঁর ভুল স্বীকার করে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। ওই এলাকার যাঁরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন তাঁদের অধিকাংশই ভুল বুঝতে পেরে দলে ফিরে এলেন। দলের নিয়ম মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাঁদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হল। আগামী দিনে হাওড়া সদরের আরও অনেক এলাকা থেকেই বহু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। অনেকেই যোগাযোগ করছেন।