দুবাই, ২২ ফেব্রুয়ারি : অবেশেষে র্যাকেট হাতে কোর্টে ফিরলেন নোভাক জকোভিচ। দুবাই এটিপি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচে প্রত্যাশামাফিক জয়ও পেলেন। ৩৪ বছর বয়সি সার্ব টেনিস তারকা ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন প্রতিদ্বন্দ্বী লোরেঞ্জো মুসেত্তিকে। প্রসঙ্গত, জকোভিচ শেষবার কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলেছিলেন গত বছরের নভেম্বরে। সার্বিয়ার হয়ে ডেভিস কাপ ফাইনালে।
তার পর থেকেই তিনি জড়িয়ে পড়েন টিকা-বিতর্কে। যার জেরে কম নাটক হয়নি। করোনার টিকা না নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ওপেনে তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার পৌঁছেও হতাশ হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন জকোভিচ। টিকা না নিলে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও তাঁর অংশগ্রহণ নিয়ে ঘোরতর অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন-অফলাইনে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক
তবে এই বিতর্কের আবহেও ফের কোর্টে ফিরতে পেরে খুশি বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এদিন কোর্টে নামার পর, দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান জকোভিচ। যা তাঁর বাড়তি পাওনা বলেই ম্যাচের পর জানিয়েছেন তিনি। জকোভিচ বলেন, ‘‘শেষ ম্যাচ খেলেছিলাম বেশ কয়েক মাস আগে। তাই কোর্টে ফিরতে পেরে ভাল লাগছে। দর্শকরাও যেভাবে আমাকে স্বাগত জানালেন, তা আমাকে ছুঁয়ে গিয়েছে।’’ জকোভিচ আরও জানিয়েছেন, ‘‘লকাররুমেও খেলোয়াড়রা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।’’