আলোচনাই পথ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে এই উত্তেজনা কমিয়ে আনা দরকার। যুদ্ধের উত্তেজনা কোনওভাবেই আর বাড়তে দেওয়া উচিত নয়।

Must read

ইউক্রেন সমস্যা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকে ভারত স্পষ্টভাবে জানাল, সবার আগে সীমান্তে উত্তেজনা কমানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য টি এস তিরুমূর্তি বলেন, ইউক্রেন সীমান্তে যেভাবে রুশ সেনার সমাগম হয়েছে তা খুবই উদ্বেগের।

আরও পড়ুন-২৬ বলে হাফ সেঞ্চুরি দ্রুততম ভারতীয়ের শিরোপা বঙ্গতনয়ার

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে এই উত্তেজনা কমিয়ে আনা দরকার। যুদ্ধের উত্তেজনা কোনওভাবেই আর বাড়তে দেওয়া উচিত নয়। ভারত দুই দেশের কাছেই সংযত হওয়ার আবেদন রাখছে। আমরা মনে করি কূটনীতির পথেই এই সমস্যার সমাধান হতে পারে। এই মুহূর্তে দুই দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউক্রেনে ২০ হাজারের বেশি ভারতীয় আছেন। তাঁদের মধ্যে অনেকেই সেখানে পড়াশোনা করেন। ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি নিয়েও রাষ্ট্রসংঘের ওই বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন তিরুমূর্তি।

Latest article