৪৭ লাখ টাকার সোনা বাজেয়াপ্ত

Must read

প্রতিবেদন : মলদ্বারে লুকিয়ে রাখা ছিল তরল সোনা। কিন্তু শেষরক্ষা হল না। ভেস্তে গেল অভিনব কায়দায় প্রায় ৯৩৮.১১ গ্রাম সোনা পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের অফিসারদের হাতে ধরা পড়ে গেল পাচারকারী। উদ্ধার করা হল প্রায় ৪৭ লক্ষ টাকার সোনা। ধৃতকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। এর আগে বিমানবন্দরেই (Kolkata Airport) উদ্ধার করা হয় প্রায় ৪৮ লক্ষ টাকার সিগারেট। মঙ্গলবারের ঘটনা। শুল্ক দফতরের গোয়েন্দাদের কাছে খবর ছিল, ইম্ফল থেকে এক যাত্রী লুকিয়ে প্রচুর সোনা নিয়ে আসছে কলকাতায়। বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই পাকড়াও করা হয় তাকে। তল্লাশিতে ধরা পড়ে যায় পায়ুপথে লুকিয়ে রাখা সোনা। এমন অভিনব কায়দা দেখে গোয়েন্দারা তাজ্জব। এর আগে সোমবারই বিমানবন্দরের ডোমেস্টিক কার্গো কমপ্লেক্স থেকে উদ্ধার হয় প্রায় ৪.৮ লক্ষ সিগারেট স্টিক। বাজারে যার দাম প্রায় ৪৮ লক্ষ টাকা। ডিমাপুর থেকে কলকাতায় আসা একটি বিমানেই পাওয়া যায় এই বিপুল পরিমাণ সিগারেট। পাচারকারীর খোঁজ চলছে।

Latest article