সংবাদদাতা, বীরভূম : দেশের মধ্যে রাজ্যের তিনটি জেলা পরিষদ সেরার শিরোপা পেতে চলেছে। তার মধ্যে বীরভূম জেলা অন্যতম। এ ব্যাপারে জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরি বলেন, এখনও হাতে কাগজ আসেনি। টেলিফোন মারফত জেনেছি। ৭৬ তম স্বাধীনতা দিবসে এই পুরস্কার বীরভূম জেলা পরিষদকে দেওয়া হবে।
আরও পড়ুন-ত্রিপুরায় যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা, ২ মার্চ থেকে প্রশাসনিক জেলায় শুরু হচ্ছে যুব সম্মেলন
জানা গিয়েছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প খুবই সাফল্যের সঙ্গে প্রয়োগ হয়েছে রাজ্যে। কর্মদিবসের সংখ্যাও খুব উল্লেখযোগ্য। এছাড়াও রাস্তাঘাট, পানীয় জল, সেতু, শৌচালয়, স্বাস্থ্য, শিক্ষা থেকে সমস্ত প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে করেছে বীরভূম জেলা পরিষদ। তার প্রেক্ষিতেই বীরভূম জেলা পরিষদকে সেরা নির্বাচন করেছে কেন্দ্র। ২০১৫-১৬ অর্থ বর্ষে পরপর তিনবার মিলেছে এই পুরস্কার। বিকাশ সেই পুরস্কারের কথা উল্লেখ করে বলেন, ‘‘এবারও স্বাধীনতার ৭৬ তম উদযাপনে কেন্দ্রীয় সরকার দেশের কয়েকটি জেলা পরিষদকে বেছে নিয়ে তাদের পুরস্কৃত করবে।
ফোন মারফত জানতে পেরেছি বীরভূম সেই তালিকায় আছে। আসলে আমাদের উন্নয়নে কেন্দ্রীয় সরকারও স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। যে বীরভূম উন্নয়নে রাজ্যে সবার পিছনে ছিল, সেখান থেকে অনুব্রত মণ্ডলের নির্দেশে প্রথম সারিতে এসেছে। আগামী দিনে তাকে এক নম্বরে পৌঁছে দেব।’’