নয়াদিল্লি : রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা পেতে এবার ভারতের সাহায্য চাইল ইউক্রেন। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা বলেন, আমি জানি না কতজন রাষ্ট্রনেতার কথা পুতিন শুনবেন। কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি পুতিনকে যুদ্ধ থামানোর অনুরোধ করেন তাহলে পুতিন সেই প্রস্তাব বিবেচনা করে দেখতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী মনে করলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে একটা সমাধানে পৌঁছনোর উপায় বের করতে পারেন।
আরও পড়ুন-তৃণমূলের সমর্থনে মতুয়াদের শোভাযাত্রা
অতীতেও ভারত একাধিকবার শান্তিরক্ষায় কাজ করেছে। সে কারণেই তাঁরা এই মুহূর্তে ভারতের সাহায্য চাইছেন বলে জানান পোলিখা। ভারতকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইউক্রেনের মানুষকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর আশা, বন্ধুরাষ্ট্র ভারতের অনুরোধ বিবেচনা করবে রাশিয়া। তবে ঘটনা হল, ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারত কার্যত উভয় সংকটে পড়েছে। রক্তক্ষয় এড়াতে আলোচনার কথা বলে দু’দেশের থেকেই আপাতত দূরত্ব রাখতে চাইছে ভারত সরকার।
আরও পড়ুন-কোথায় বিজেপি, উন্নয়ন করছে তৃণমূলই: গৌতম
এর আগে সোমবার রাতে ইউক্রেনের দুই শহরকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরেই রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অস্থায়ী সদস্যরাষ্ট্র ভারতের তরফে আর্জি জানানো হয়েছিল, গঠনমূলক কূটনীতি ও আলাপ আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন করুক দুই দেশ। বুধবার ভারতের ওই অবস্থানকে স্বাগতও জানিয়েছিলেন নয়াদিল্লিতে পুতিন সরকারের দূত রোমান বাবুশকিন। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই যেভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে রাশিয়া তাতে বৃহস্পতিবার ফের রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পুতিনের সামরিক অভিযানের ঘোষণার পরেই নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, আমরা দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আন্তর্জাতিক মহলের উদ্যোগে সাড়া মেলেনি।