লিসবন, ২৪ ফেব্রুয়ারি : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া! গত কয়েক দিন ধরেই গোটা বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে দুই দেশের উত্তপ্ত পরিস্থিতি। বুধবার রাতে আয়াখস আমস্টারডামের বিরুদ্ধে ম্যাচে সেই ছবিটা ফের উস্কে দিলেন বেনফিকার স্ট্রাইকার রোমান ইয়ারেমচুক।
আরও পড়ুন-লাল-হলুদে নতুন সম্ভাবনা
খেলার ৭২ মিনিটে বেনফিকার হয়ে সমতাসূচক গোলটি করার পরেই নিজের জার্সি খুলে উৎসব পালন করেন ইউক্রেন জাতীয় দলের এই ফুটবলার। জার্সির নিচে একটি কালো রংয়ের টি-শার্ট পরে ছিলেন ইয়ারেমচুক। টি-শার্টে জ্বলজ্বল করছিল ইউক্রনের জাতীয় প্রতীক। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজের দেশের প্রতি সমর্থন এভাবেই জানিয়েছেন বেনফিকা তারকা।
আরও পড়ুন-ভারতের সাহায্য চেয়ে বার্তা দিলেন ইউক্রেনের রাষ্ট্রদূত
ঘরের মাঠে আয়াখসের বিরুদ্ধে ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে বেনফিকা। ১৮ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল আয়াখস। গোলদাতা দুসান তাদিচ। ২৬ মিনিটে আয়াখসের ডিফেন্ডার সেবাস্তিয়ান হলারের আত্মঘাতী গোল ম্যাচে সমতা ফিরিয়েছিল বেনফিকা। কিন্তু তিন মিনিটের মধ্যে সেই হলারের করা গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আয়াখস। যদিও ইয়ারেমচুকের গোলে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে বেনফিকা।