সংবাদদাতা, ধূপগুড়ি : চুপিসারে জামগাছের মগডালে উঠে বসেছিল চিতাবাঘ (Lepard)। ভোরের আলো ফুটতেই চোখে পড়ল এলাকাবাসীর। ব্যাস, তারপরই হইচই বেধে গেল এলাকাজুড়ে। ধূপগুড়ি শহরের চার নম্বর ওয়ার্ডে শুক্রবার দিনভর চিতাবাঘ নিয়ে চলল বিরাট নাটক। আট থেকে আশি বাঘ দেখতে ভিড় করল গাছের নিচে। খবর গেল বনদফতরেও। কিছুক্ষণ পর এলেন বনকর্মীরা। চারদিকে চিৎকার আর হইহই। জামগাছের মগডালে থাকা চিতাবাঘের (Lepard) শান্তির ঘুম তখন ভেঙে গিয়েছে শব্দে। যে বাড়ির পিছনের পুকুরধারের জামগাছে বসেছিল বাঘটি তার চারপাশ ঘিরে ধরেছিলেন এলাকার মানুষ। ভিড় সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও খবর। বনদফতর বাঘ ধরার জন্য পুরো এলাকায় জাল বিছিয়ে দেয়। ঘটনাস্থলে ট্যাঙ্কুলাইজার নিয়ে যায় একটি দল। প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করে বাঘ ধরার কাজ চলে। মুষলধারে বৃষ্টির কারণে ঘুমপাড়ানি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর বহুক্ষণের চেষ্টায় জালে ধরা পড়ে বাঘ। ফলে বাঘ ধরতে যথেষ্ট বেগ পেতে হয় বনকর্মীদের। বনদফতরের তরফে জানানো হয়েছে সোনাখালির জঙ্গল থেকে চিতাবাঘটি এসেছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।