প্যারিস, ২৫ ফেব্রুয়ারি : আশঙ্কাই সত্যি হল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ফুটবলেও। ইউক্রেনে হামলা চালিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারাল রাশিয়া। আগামী ২৮ মে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটাসবার্গে। কিন্তু বর্তমানে ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়ার মাটিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের ঝুঁকি নিল না উয়েফা। শুক্রবার উয়েফার কার্যকরী কমিটির জরুরি বৈঠক হয়। সেই বৈঠকেই ফাইনাল সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন-দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে ফের সমস্যায় পড়ল সিট
রাশিয়া থেকে সরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্রান্সে। ২৮ মে তারিখেই অনুষ্ঠিত হবে ফাইনাল। সেন্ট পিটাসবার্গের বদলে ইউরোপ সেরার ফুটবল যুদ্ধ দেখা যাবে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোনের সঙ্গে কথা বলেই ফাইনালের ভেনু চূড়ান্ত করেছে উয়েফা। একই সঙ্গে এদিনেক বৈঠকে সিদ্ধান্ত হয়, রাশিয়া ও ইউক্রেনের ক্লাব এবং জাতীয় দলের হোম ম্যাচ এই মুহূর্তে সেখানে আয়োজন করা সম্ভব নয়। ফলে অনির্দিষ্টকালের জন্য উয়েফার অধীনস্থ রাশিয়া ও ইউক্রেনের সমস্ত ম্যাচই হবে নিরপেক্ষ ভেনুতে।