নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও কেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও চেতন শর্মাকে নিয়ে মিডিয়ার কাছে মুখ খুললেন, ঋদ্ধিমান সাহার কাছে তা সম্ভবত জানতে চাইবে বিসিসিআই।
ঋদ্ধিমান বিসিসিআইয়ের গ্রুপ বি-তে থাকা চুক্তিবদ্ধ ক্রিকেটার। এজন্য তিনি বছরে তিন কোটি টাকা পান। এই চুক্তিরই ৬.৩ ধারায় বলা হয়েছে, ম্যাচ, ম্যাচের অফিসিয়াল, ম্যাচের কোনও ঘটনা, ম্যাচে ব্যবহৃত টেকনোলজি, দল নির্বাচন ইত্যাদি কয়েকটি বিষয় নিয়ে কোনও প্লেয়ার মিডিয়ার কাছে মুখ খুলতে পারবেন না। কিন্তু ৩৭ বছরের ঋদ্ধিমান বিসিসিআই সভাপতি, দলের হেড কোচ ও নির্বাচক প্রধান চেতন শর্মার সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা মিডিয়ার সামনে তুলে ধরেছেন বলে অভিযোগ। এরমধ্যে তাঁকে এক সাংবাদিকের গণমাধ্যমে দেওয়া হুমকির প্রসঙ্গও রয়েছে। ঋদ্ধিমান অবশ্য এই প্রসঙ্গে কারও নাম বলতে চাননি।
আরও পড়ুন-দলগঠনের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলে, প্রাক্তনদের সঙ্গে বৈঠকে ক্লাব কর্তারা
বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সংবাদ সংস্থাকে বলেছেন, সেন্ট্রাল কনট্র্যাক্ট-এ থাকা ক্রিকেটার ঋদ্ধিমান কীভাবে দল নির্বাচনের বিষয় নিয়ে বাইরে কথা বললেন, সেটা তাঁর কাছে জানতে চাওয়া হবে কয়েকদিনের মধ্যেই। ধুমলের অভিযোগ, বিসিসিআই সভাপতি তাঁকে উৎসাহ দিতে কিছু বলে থাকতে পারেন। কিন্তু ড্রেসিংরুমের ভিতরের খবর ঋদ্ধিমান বাইরে আনলেন কেন? এজন্য তাঁকে শো-কজ চিঠি পাঠানো হতে পারে। মুখে জিজ্ঞেসও করা হতে পারে। ‘আমরা এখন সবাই ব্যস্ত। কী হবে সেটা ঠিক হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।” বলেছেন ধুমল।
আরও পড়ুন-যুদ্ধের জের, রাশিয়া থেকে ফাইনাল প্যারিসে চ্যাম্পিসন্স লিগ
বোর্ডের অনেকেই মনে করছেন, ঋদ্ধিমান বিষয়টি জনসমক্ষে না আনলেই ভাল করতেন। এতে দ্রাবিড়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে ঋদ্ধিমান এদিন বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ভাল খেলেও বাদ পড়ায় তিনি ধাক্কা খেয়েছিলেন। তাঁর মনে হয়েছে, দল ঠিক হয়েই গিয়েছিল। এদিকে, সাংবাদিকের হুমকি নিয়ে তাঁর বক্তব্য, মানবিক কারনেই তিনি তাঁর নাম প্রকাশ্যে আনেননি। তবে বোর্ডের সঙ্গে তাঁর এই বিষয়ে কথা হয়েছে।