নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের তিন নম্বরে চেতেশ্বর পূজারার যোগ্য বিকল্প হতে পারেন বিরাট কোহলি। মত সুনীল গাভাসকরের।
এই প্রসঙ্গে সানির বক্তব্য, ‘‘বিরাট টেস্টে তিন নম্বরে ব্যাট করতেই পারে। কারণ বিশ্বের প্রায় প্রতিটি দলের সেরা ব্যাটসম্যানরা তিন নম্বরে ব্যাটিং করে থাকে। যেমন রিকি পন্টিং। জো রুট চারে ব্যাট করে ঠিকই, তবে আমার ধারণা, ওয়েস্ট ইন্ডিজ সফরে রুট তিনে ব্যাট করবে।” গাভাসকর আরও বলেন, ‘‘যদি টিমের সেরা ব্যাটসম্যান তিনে ব্যাট করে, তাহলে শুরুতেই উইকেট পড়লে, সে নতুন বল সামাল দিতে পারবে। স্কোরবোর্ডও সচল রাখতে পারবে। তাই বিরাট তিনে আমার সেরা পছন্দ। একান্তই যদি সেটা না হয়, তাহলে হনুমা বিহারী তিনে ব্যাট করুক।”
আরও পড়ুন-ফাঁকা মাঠে বিরাটের শততম টেস্ট
দক্ষিণ আফ্রিকা সফরে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তবে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বল হাতে চেনা ছন্দে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেও দু’ওভারের স্পেলে দুটি উইকেট শিকার করেছেন ভুবি।
সুনীল গাভাসকর মনে করেন, এই ফর্ম ধরে রাখলে অস্ট্রেলিয়ার মাটিতে বছরের শেষ দিকে হতে চলা টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতেই পারেন অভিজ্ঞ ভারতীয় পেসার। এই প্রসঙ্গে সানির বক্তব্য, ‘‘ভুবনেশ্বর ফের নিজের দাবি জোরালো করেছে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সফরে ও হতাশ করেছিল। তবে দারুণ ভাবে আলোচনায় ফিরে এল।” গাভাসকর আরও বলেন, ‘‘ভুবনেশ্বর দলের সিনিয়র বোলার। টি-২০ ফরম্যাটে বল হাতে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মাঝে কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে ফের নিজেকে প্রমাণ করতে শুরু করেছে।”
আরও পড়ুন-মুর্শিদাবাদে ৭ পুরসভায়, ১৩৫ ওয়ার্ডে ভোট আজ
গাভাসকর আরও জানাচ্ছেন, ‘‘ভুবনেশ্বর যে নেটে বাড়তি খেটেছে, সেটা ওর বলের গতি দেখেই বোঝা যাচ্ছে। পিচ থেকে বাউন্সও আদায় করে নিচ্ছে। অস্ট্রেলিয়ার পিচে ও যে বাড়তি গতি এবং বাউন্স আদায় করতে সক্ষম, সেটা নির্বাচকদের দেখতে চাইছে। ও অবশ্যই টি-২০ বিশ্বকাপের পরিকল্পনায় থাকছে।”