বিধানসভা নির্বাচনের আগেই দেখা গিয়েছিল বিজেপি মঞ্চে। অথচ খাতায়-কলমে তিনি তৃণমূল সাংসদ। পুরভোটের আগেও বিজেপি (BJP) বিধায়ক পুত্র শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হয়ে তৃণমূলকর্মীর কাছে সমর্থনের আর্জি জানান রাজনৈতিক নেতা শিশির অধিকারী (Sisir Adhikari)। ভাইরাল হয় সেই অডিও টেপ। যদিও তাঁর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। দলে থেকে যাঁরা প্রকাশ্যে বিজেপি হয়ে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তৃণমূল (Trinamool Congress) ? রবিবার, সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ব্যবস্থা নেওয়া হবে। কারা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছন তা নজর রাখছে দল। তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) নিজে বিষয়টি দেখছেন। তৃণমূল সাংসদ আরেক বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে বলে বলা হয়েছে। দলে থেকে যাঁরা বিজেপিকে সাহায্য করেছেন তাঁদের কাছে তিনি জবাবদিহি করবেন বলে জানান পার্থ।এই পরিস্থিতিতে শিশির অধিকারীর মতো নেতাদের দলের তরফ থেকে প্রশ্নের সম্মূখীন হতে হবে। এখন তাঁরা নিজেদের কী অবস্থান জানান সেটাই দেখার।