মোহালি, ২৭ ফেব্রুয়ারি : বিশ্রাম সেরে ফের ২২ গজে বিরাট কোহলি। আগামী শুক্রবার (৪ মার্চ) মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। যা বিরাটের শততম টেস্ট। রোহিত শর্মারা যখন ধরমশালায় টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত, তখন মোহালিতে পোঁছে শততম ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন কিং কোহলি (Virat Kohli)।
আরও পড়ুন – নবরূপে ধোনি হাজির আইপিএল প্রোমোতে
এদিন মোহালি স্টেডিয়ামে বিরাটকে রীতিমতো ঘাম ঝরাতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন একজন ট্রেনার। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ জগিং করতে দেখা যায় বিরাটকে। বোঝাই যাচ্ছে নিজের ১০০তম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখতে তিনি কতটা মরিয়া। এদিকে, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে মোহালি টেস্ট। মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি নেই। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তে প্রচণ্ড অখুশি ভক্তদের একটা বড় অংশ। তাঁদের প্রশ্ন, করোনা পরিস্থিতিতে যদি পাঞ্জাবে ভোট হতে পারে, তাহলে মোহালিতে কেন দর্শক থাকবে না!
ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ফাঁকা মাঠে বিরাটের (Virat Kohli) ১০০ টেস্টের স্মরণীয় মুহূর্ত অনেকটাই বিবর্ণ হয়ে গেল। যদিও পাঞ্জাব ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ আরপি সিংলা জানিয়েছেন, ‘‘মোহালিতে এখনও করোনা সংক্রমণ পুরোপুরি কমেনি। তাই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।’’ তিনি আরও জানিয়েছেন, শততম টেস্ট খেলার জন্য মোহালি টেস্টে বিরাটকে আলাদা করে সংবর্ধনা দেওয়া হবে।
এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। মোহালির যে হোটেলে ভারতীয় দল থাকবে, সেই হোটেলের একটি বাসে বন্দুকের গুলির দু’টি ফাঁকা খোল পাওয়া গিয়েছে! এই বাসে করেই হোটেল থেকে মাঠে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেটারদের। তার আগে বাসটি পরীক্ষা করতে গিয়ে এই ঘটনা প্রকাশ্যে আসে। যা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।