করোনা আবহে সবেমাত্র সচল হয়েছে শহরের মেট্রো চলাচল। আর তার মধ্যেই নতুন করে বিপত্তি। আজ, শুক্রবার সকালে অফিস টাইমে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ধস নেমেছে। কাজের দিন সকালে এমন ঘটনায় নাকাল নিত্যযাত্রীরা।
আরও পড়ুন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব দেবের আয়ু কি শেষ
ক্ষতিগ্রস্থ অংশ আপাতত ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের পিলারও ক্ষতি হয়েছে । মেট্রো চলছে কিন্তু ধীর গতিতে। বোল্ডার নিয়ে চলছে ধস মেরামতির কাজ।
আরও পড়ুন- মমতা-সহ অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ সোনিয়ার
প্রসঙ্গত, কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের। সেখানেই ধস নামায় কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেয়নি। তবে বর্ষার মরসুমে যাতে নতুন করে বিপর্যয় না ঘটে সেদিকে নজর দেওয়া হচ্ছে।