অখিলেশ যাদবের সমর্থনে বারাণসীতে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ছোট ভাই অখিলেশ যাদব, কিরণময় নন্দ, জয়া বচ্চন সহ সমাজবাদী পার্টির সমস্ত নেতাকে ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর বিজেপি কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা। গতকাল তাঁকে গো ব্যাক স্লোগান দিয়েছেন বিজেপির কর্মীরা। আমি ভিতু নই আমি লড়াকু। সিপিএম আমাকে অনেক পিটিয়েছে, আমার ওপর বিরোধীরা অনেক অত্যাচার চালিয়েছে, আমি কখনো মাথা নিচু করিনি। বিজেপি কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা। গতকাল তাঁকে গো ব্যাক স্লোগান দিয়েছেন বিজেপির কর্মীরা। আমি ভিতু নই আমি লড়াকু ‘ভয় পাচ্ছ তো হাজারবার আসবো খেলা হবে’, বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।লখিমপুরে কৃষকদের গাড়িতে পিষে মারলো কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, কৃষকদের মর্যাদা দিতে জানে না বিজেপি। জয় শ্রীরাম স্লোগান নিয়ে আমার কোন আপত্তি নেই, আমি দুর্গা পুজো করি। ‘আচ্ছে দিন’ এর নাম করে নোট বন্দি করলেন, ব্যাংক বিক্রি করে দিলেন, নোটবন্দি করলেন, মোদি সরকারকে কটাক্ষ মমতার। মা বোনকে অসম্মান করছে বিজেপি, অ্যান্টি রোমিও স্কোয়াডের নামে অসম্মান। ইউক্রেনে যুদ্ধ চলছে আর মোদির সভা করছেন, আটকে পড়া পড়ুয়াদের না ফিরিয়ে সভা ! ক্ষুব্ধ মমতা।
আরও পড়ুন – বেলা ১২ টায় বারাণসীর এড়েতে জনসভায় বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবার নজর আজ সেদিকেই
করোনার সময় উত্তরপ্রদেশের গঙ্গায় ভাসিয়ে দেওয়া মৃতদেহ সৎকার করেছে বাংলা। আখিলেশ অনেক কাজ করেছেন, আরো কাজ করবেন, এই বিজেপি সরকার বদলে ফেলুন, কৃষক-শ্রমিক কারো জন্য কিছু করে না বিজেপি।যোগী নিজেকে সাধু বলেন কিন্তু তিনি সাধু নন, যোগীকে ভোট দিলে গুন্ডারাজ বাড়বে। ভালো দিন আনতে হলে অখিলেশকে ভোট দিন। বাংলায় আমরা বহু প্রকল্প করেছি, উত্তরপ্রদেশের উন্নয়নে যোগী কিছুই করেননি। বিজেপিকে বিদায় নিতে হবে, উত্তরপ্রদেশের ভালো দিন আসছে।