গতকাল বুধবার উওরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর বিজেপি গুন্ডাদের হামলার প্রতিবাদে হাওড়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলার দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিত মুখার্জীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মী সহ একাধিক নেতৃত্ব।মিছিলে পা মেলান হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ, হাওড়া জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বোস, দক্ষিণ হাওড়া তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, দক্ষিণ হাওড়া মাইনোরিটি সেলের সভাপতি, দক্ষিণ হাওড়া বঙ্গজননীর সভানেত্রী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
উত্তরপ্রদেশের বারাণসীতে অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বারাণসী পৌঁছে বারবার বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ করেন বিজেপি-র কর্মীরা। প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে, থানায় দায়ের হয় অভিযোগও। বারাণসীতে গঙ্গার ঘাটে সন্ধ্যারতী দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেড়িয়েও বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বারাণসীতে বিক্ষোভের ঘটনা তুলে বিজেপিকে কটাক্ষ মমতার
বারাণসীর ঘটনাকে উল্লেখ করে দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি বিশ্বজিত মুখার্জী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় পান না, এইসব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। গতকালের ঘটনার তীব্র ধিক্কার জানাই। মোদি জি মনে রাখবেন আজ অখিলেশ যাদব আমন্ত্রণ জানিয়েছেন তাতেই ভয় পেয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে চেষ্টা করছেন। শুনে রাখুন, খেলা শুরু হয়ে গেছে। রাজ্য রাজ্য দিচ্ছে ডাক সারা বিজেপি-র অত্যাচারী সরকার নিপাত যাক। কয়েকদিন পরেই সারা ভারত বলবে, চাই না আর সুট-বুট পড়া প্রধানমন্ত্রী মোদি, দিল্লি যাবে হাওয়াই চটি।’