প্রতিবেদন : জট কাটিয়ে অবশেষে বসছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামী ৭ মার্চ দুপুর দুটোয় রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। বুধবারের পর বৃহস্পতিবারও রাজভবনে গিয়ে বিধানসভার অধিবেশন প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে আরেক দফা বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পরই রাজ্যপাল এই সংক্রান্ত নির্দেশ জারি করেন।
আরও পড়ুন-ইউক্রেনে আটকে থাকা বাংলার পড়ুয়াদের ফেরানোর দাবি রাজ্যের
জানা গিয়েছে মুখ্যসচিব এদিন রাজ্যপালকে আশ্বাস দেন, যা যা সাংবিধানিক ইস্যু রয়েছে, সেগুলি দিন পনেরোর মধ্যে সমাধান করার চেষ্টা করবে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত, বিধানসভার বাজেট অধিবেশন বসার সময় নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের বিরোধ বাধে। রাজ্য সরকারের পাঠানো চিঠিতে টাইপের ভুলকে কেন্দ্র করে রাত দুটোয় বিধানসভার অধিবেশন ডেকে দেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ফোন করে তাঁর সঙ্গে কথা বলার পরেও জট কাটেনি।
আরও পড়ুন-বাঁকুড়ায় বিজেপিতে বিদ্রোহ
রাজ্যপাল জানান, ফের মন্ত্রিসভার বৈঠক ডেকে সময় সংশোধন করতে হবে। সেইমতো ২৮ ফেব্রুয়ারি ফের মন্ত্রিসভার বৈঠক ডেকে সময় শুধরে ফাইল রাজভবনে পাঠিয়েছে নবান্ন। সূত্রের খবর, সেই ফাইল পাঠানোর পরেই এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।