কমল মজুমদার, জঙ্গিপুর: বিধানসভা ভোটে কিছু ওয়ার্ডে জয় পেলেও, পুর নির্বাচনে ধূলিয়ানে ধূলিসাৎ বিজেপি। খাতাই খুলতে পারল না। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাছে কার্যত সাফ হয়ে গেল গেরুয়া শিবির। জঙ্গিপুরে একটিমাত্র আসনে জয়ী হয়ে কোনওরকমে অস্তিত্ব টিকিয়ে রাখল। ধূলিয়ানে গতবারের তুলনায় শাসকদলের আসন বেড়েছে। পরাজয়ের অজুহাত হিসাবে বুথদখল ও ছাপ্পার কথা বলছে বিজেপি। সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম যাবতীয় অভিযোগ উড়িয়ে বলেছেন, উন্নয়ন দেখেই মানুষ ভোট দিয়েছেন। এই জয় মা-মাটি-মানুষের জয়। ওয়ার্ডভিত্তিক ফল দেখলেই বুঝতে পারবেন। গত পুরসভা নির্বাচনে চারটি আসনে জয়ী হয়েছিল বিজেপি ৬, ৭, ১০ ও ১৯ নম্বর। এবার একটি আসনও পায়নি। এই ফলাফলে হতাশ গেরুয়া কর্মী-সমর্থকেরা। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলের নেতা-কর্মীদের দাবি, গত বিধানসভা ভোটে মানুষকে ভুল বুঝিয়ে কিছু ভোট পেয়েছিল। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। উল্টোদিকে মুখ্যমন্ত্রী নানা উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন। তারই সুফল মিলল পুরভোটে।