সিডনি, ৫ মার্চ : শ্যেন ওয়ার্নের মৃত্যুকে সন্দেহজনক বলতে না চাইলেও থাইল্যান্ড পুলিশ প্রাথমিক তদন্তে নেমেছে। তদন্তকারীরা ওয়ার্নের বিলাসবহুল ভিলার ঘর পরীক্ষা করেছেন। বিধ্বস্ত ওয়ার্নের তিন বন্ধুকে জেরাও করেছে পুলিশ। তাঁরা থাইল্যান্ড পুলিশকে তদন্তে সাহায্য করছেন। তদন্তকারী দলের প্রধান কর্নেল নাকমুসিক বলেছেন, ‘‘আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। যদি সন্দেহজনক কিছু না থাকে, তাহলে তদন্ত বন্ধ করে দেব। তখন পরিবার মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবে।’’
আরও পড়ুন-আরও বড় আঘাতের প্রস্তুতি?
থাই পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্ধু রাতে খাওয়ার জন্য ওয়ার্নকে ডাকতে যান। তখন দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওয়ার্ন। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডাকেন তিনি। সবাই মিলে সিপিআর দেন। প্রায় ২০ মিনিট ধরে কিংবদন্তি স্পিনারের প্রাণ বাঁচানোর চেষ্টা করা হয়। কোনও সাড়া না পেয়ে অ্যাম্বুল্যান্স ডাকা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।’’ থাই হসপিটালের মেডিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, রোগী অচৈতন্য ছিলেন। তাঁরা ৪৫ মিনিট সিপিআর দিয়ে চেষ্টা করেছেন। কিন্তু হাসপাতালে আনার আগেই সম্ভবত রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুন-রুশ হামলায় ইউক্রেনবাসীর মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো, তোপ জেলেনস্কির
ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকিন বলেছেন, ‘‘ওয়ার্নি ফক্স স্পোর্টসের কাজে ছুটি পেয়ে এখানে এসেছিলেন। তিন মাসের ছুটি সবে শুরু হয়েছিল। কোনও পানীয় গ্রহণ করছিলেন না। টিভিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ দেখছিলেন। ওজন কমানোর জন্য ডায়েটের মধ্যে ছিলেন। পানীয় নিতেন না। মাদককেও ঘৃণা করতেন।’’