বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি : অভিনব প্রশিক্ষণ শিবির। যোগ দিল দার্জিলিং থেকে লিমসি, গরুমারা থেকে অরল্যান্ডো, সুন্দরবন থেকে ইকনা, জলদাপাড়া থেকে সায়না ও ট্রফি, বক্সা পূর্ব ও পশ্চিম টাইগার রিজার্ভের সুইটি, করিম ও উমলা। এদের পরিচয় হল, এরা সবাই সারমেয়। শিবির শেষে সেরার শিরোপা পেল অরল্যান্ডো। অরল্যান্ডো রাজ্য বন দফতরের ডগ স্কোয়াডের (Animal Training) সদস্য। দু’বছর আগে দেরাদুন থেকে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দিয়ে তাকে নিয়ে আসা হয় গরুমারা জাতীয় উদ্যানে। এই উদ্যানে যাতে চোরাকারবারিরা প্রবেশ করতে না পারে, বা কোনওরকম অসামাজিক কাজ না হয়, আর যদি ঘটেও তাহলে অভিযুক্তকে খুঁজে বের করার জন্য ডগ স্কোয়াডে তাকে শামিল করা হল। ভারতের দ্বিতীয় বৃহত্তম ডগ স্কোয়াড রাজ্য বন দফতরের। এই স্কোয়াডকে আরও উন্নত করতে বন দফতরের সবক’টি স্কোয়াডের সারমেয়কে নিয়ে একটি প্রশিক্ষণ শিবির (Animal Training) করা হয় গরুমারা সাউথ রেঞ্জের মূর্তি টেন্টে। উত্তরবঙ্গের সাত এবং দক্ষিণবঙ্গের একটি সারমেয় যোগ দিয়েছিল। ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চলে শিবির। সুন্দরবন থেকেও আনা হয় ডগ স্কোয়াডের সারমেয়কে৷ রাজ্যে এই প্রথম কোনও শিবির হল বলে জানান উত্তরবঙ্গের অতিরিক্ত মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ। চোরাকারবারিদের খুঁজে বের করতে, জঙ্গলে অনধিকার প্রবেশ বন্ধ করতে, জঙ্গলভিত্তিক অপরাধ রুখতে এই স্কোয়াডকে ব্যবহার করা হবে।