প্রতিবেদন : সোমবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামাফিক রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশনের সূচনা হবে। রাজ্যপালের ভাষণের আগে নিয়ম মেনে বসবে সর্বদল বৈঠক এবং বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। সূত্রের খবর,ওই বৈঠকেই স্থির হবে বিধানসভা (Bidhan Sabha) কতদিন চলবে, কবে রাজ্যের বাজেট পেশ হবে, কী কী বিল আসবে এর সমস্তটাই। বিধানসভার অধিবেশন শুরুর আগে রবিবার হঠাৎই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধানকড়। দুপুরে তাঁদের মধ্যে প্রায় একঘণ্টা বৈঠক হয়। পরে ট্যুইট করে রাজ্যপাল জানান, বিধানসভার (Bidhan Sabha) অধিবেশন নিয়ে আজ স্পিকারের সঙ্গে এক ঘণ্টা কথা হল৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আরও জানান, আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে। সব কিছু নিয়মমাফিক হয়েছে৷ পাশাপাশি রাজ্যপাল জানিয়েছেন, অধিবেশনের শুরুতে তিনি যে ভাষণ দেবেন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়ার জন্য অধ্যক্ষকে অনুরোধ জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বেলা ২টোতেই অধিবেশন শুরু হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। এই অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট। বলা বাহুল্য, আগামী দিনে আর্থিক অভিমুখ এই বাজেট প্রতিফলনে উঠে আসবে। এছাড়া গত চারটি পুরসভার ভোট এবং পরবর্তীতে ১০৮ পুরসভার নির্বিঘ্নে যে ভােট হয়েছে তা নিয়েও তৃণমূল কংগ্রেসের সদস্যরা নিঃসন্দেহে সন্তোষ প্রকাশ করবেন। বাংলার বুকে এতবড় পুরভোট স্মরণকালের মধ্যে হয়নি। যা নিঃসন্দেহে বাংলার গণতন্ত্রের উৎসবে মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজেপি এই ভোটে ধুয়ে মুছে সাফ। অন্তর্কলহে জরাজীর্ণ। বামেরা এবং কংগ্রেস এই বিধানসভাতেও নেই। সব মিলিয়ে বিজেপিকে নতমস্তকে মেনে নিতেই হবে তৃণমূলের সাফল্যকে।