সংবাদদাতা, বহরমপুর : বচসায় জড়িয়ে একে অন্যকে লক্ষ্য করে গুলি চালিয়ে নিহত হলেন দুই বিএসএফ জওয়ান। মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়া থানার চরকাকমারি বিএসএফ ক্যাম্পে। সোমবার সাতসকালের ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাঞ্জাবের অমৃতসরের পর মুর্শিদাবাদে নিজেদের মধ্যে গুলি চালিয়ে মৃত্যুর ঘটনায় সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন-হাইকোর্ট ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইল পুলিশ সুপারের বিশ্বভারতীতে ঝুলল তালা
সোমবার ওই ঘটনা শুনেই ঘটনাস্থলে যান দক্ষিণবঙ্গের বিএসএফ ডিআইজি সুরজিৎ গুলেরিয়া। সংবাদমাধ্যমকে ডিআইজি বলেন, জনসন টোপো এবং শেখর নামে দুই বিএসএফ হেড কনস্টেবল নিহত হয়েছেন। ওই দুই বিএসএফ জওয়ান নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ঠিক কী নিয়ে গন্ডগোল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে জানা গিয়েছে, রাতভর সীমান্তবর্তী এলাকায় ডিউটি সেরে নিজেদের ক্যাম্পে ঢুকেছিলেন ওই দুই বিএসএফ জওয়ান। এরপর হঠাৎ গুলির শব্দ শুনে ছুটে আসেন অন্য জওয়ানরা। রক্তাক্ত ওই দুই বিএসএফ জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহতেরা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের বলে জানা গিয়েছে।