ত্রিপুরায় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান

Must read

মনীশ কীর্তনিয়া : ত্রিপুরায় একটু একটু করে বিজেপির পায়ের তলার মাটি সরছে। তৃণমূল কংগ্রেস যেভাবে ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করছে, ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত। অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে রুহুল কংগ্রেসে আসা শুরু হয়ে গেছে।

আরও পড়ুন : ত্রিপুরা: অভিষেক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা, খারিজের দাবিতে পাল্টা হাইকোর্টে তৃণমূল

শুক্রবারও মন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য সাংসদ দের উপস্থিতিতে যুব কংগ্রেস নেতা সান্তনু সাহা সহ প্রায় ৩০ জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সংখ্যাটা যে এখানেই থেমে থাকবে না তা পরিষ্কার। ছন্নছাড়া বিজেপির ভয় বাড়িয়ে যে কোন দিনে সেখান থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বহু নেতাকর্মী।

আরও পড়ুন : উদয়নারায়ণপুরে শুরু বাঁধ মেরামতি

ব্রাত্য বসু জানিয়েছেন, সবে পথ চলা শুরু হয়েছে , এখনো অনেক খেলা বাকি। তবে ১৬ ই আগস্ট এর রাজ্যের মত ত্রিপুরাতেও সদরে জেলায় জেলায় খেলা হবে দিবস পালন করবে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। তার প্রস্তুতি ও সারা হয়ে গিয়েছে।

এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে যে ”বেআইনি” মামলা করেছিল পুলিশ, এবার সেই FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা করল তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, হাইকোর্টে এই মামলাটি করেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। পরে সামগ্রিকভাবে সকলেই এই মামলাটিতে যুক্ত হতে পারেন বলে সূত্রের খবর।

 

Latest article