নয়াদিল্লি, ৭ মার্চ : শ্যেন ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার মানতে রাজি হলেন না সুনীল গাভাসকর। তবে ক্রিকেট মাঠে বোলার ওয়ার্নের অবদান তিনি স্বীকার করে নিয়েছেন। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে গাভাসকর পরিষ্কার বলেছেন, ‘‘ভারতীয় স্পিনাররা এবং মুথাইয়া মুরলিধরন ওয়ার্নের থেকে ভাল স্পিনার ছিল।”
মাত্র ৫২ বছর বয়েসে থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে ওয়ার্নের। ক্রিকেট বিশ্ব এই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এরমধ্যে কিংবদন্তি ওপেনারের ওয়ার্নকে নিয়ে সোজাসাপ্টা মন্তব্য গণমাধ্যমে ঝড় তুলেছে। অনেকে বলছেন, এখন এই শোকের আবহে সানি এরকম কিছু না বললেই পারতেন! শুরু হয়েছে বিতর্ক। তবে গাভাসকর অবশ্য চিরকালই সোজা কথা সোজাভাবে বলে এসেছেন। ওয়ার্নকে নিয়েও ঠিক সেটাই হয়েছে।
আরও পড়ুন-হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দিলেন দুই মা
টেস্টে ৭০৮টি উইকেট নেওয়া ওয়ার্ন প্রসঙ্গে গভাসকর বলেন, ‘‘ভারতীয় স্পিনাররা ও মুরলিধরন ওর থেকে ভাল স্পিনার ছিল। ভারতের বিরুদ্ধে ওয়ার্নের রেকর্ড দেখেছেন? খুব সাধারণ। কারণ ভারতীয়রা স্পিন অনেক ভাল খেলে। আমি তাই ওকে সর্বকালের সেরা বলতে পারছি না। আমি বরং মুরলিধরনকে আগে রাখব। যে ভারতের বিরুদ্ধেও সাফল্য পেয়েছে।” তবে বোলার ওয়ার্নের ভূয়সী প্রশংসা করেছেন গাভাসকর। বলেছেন, লেগস্পিনার বা রিস্ট স্পিন খুব কঠিন কাজ। সবথেকে কঠিন হল জায়গায় বল রাখা।
টেস্টে ৭০৮টি উইকেট নেওয়া ওয়ার্ন প্রসঙ্গে গভাসকর বলেন, ‘‘ভারতীয় স্পিনাররা ও মুরলিধরন ওর থেকে ভাল স্পিনার ছিল। ভারতের বিরুদ্ধে ওয়ার্নের রেকর্ড দেখেছেন? খুব সাধারণ। কারণ ভারতীয়রা স্পিন অনেক ভাল খেলে। আমি তাই ওকে সর্বকালের সেরা বলতে পারছি না। আমি বরং মুরলিধরনকে আগে রাখব। যে ভারতের বিরুদ্ধেও সাফল্য পেয়েছে।” তবে বোলার ওয়ার্নের ভূয়সী প্রশংসা করেছেন গাভাসকর। বলেছেন, লেগস্পিনার বা রিস্ট স্পিন খুব কঠিন কাজ। সবথেকে কঠিন হল জায়গায় বল রাখা।
আরও পড়ুন-স্বনির্ভর করতে ঋণ ৪৫৫ জনকে
তবে জাতীয় টেলিভিশনে বসে সদ্যপ্রয়াত প্রাক্তনকে নিয়ে সানির বক্তব্য মেনে নিতে পারেননি অনেকেই। তাঁর সময়জ্ঞান নিয়ে গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে। গাভাসকর ওয়ার্নের ‘লিভ লাইফ কিং সাইজ’ নিয়েও মন্তব্য করেছেন। বলেছেন হয়তো এটাই তাঁর হার্ট নিতে পারেনি। রাতের দিকে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সানি। তিনি বলেন, ‘‘টিভি সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করা হয়েছিল ওয়ার্ন কি সর্বকালের সেরা স্পিনার? আমি তারই উত্তর দিয়েছিলাম।’’