মেলবোর্ন, ৭ মার্চ : কেমন ছিল শেষের সেদিন, শেষ কয়েকটি মুহূর্ত?
মুখ খুললেন স্পোর্টিং নিউজ ওয়েবসাইটের চিফ এক্সিকিউটিভ টম হল। যিনি শ্যেন ওয়ার্নের সঙ্গে কো সামুই দ্বীপে একই ভিলাতে ঘটনার দিন ছিলেন। শুক্রবার অকস্মাৎ মৃত্যুর আগে ক্রিকেট কিংবদন্তি তাঁকে নিজের কিছু ক্রিকেট সামগ্রী উপহার দিয়েছিলেন। একসঙ্গে খাওয়া-দাওয়াও করেছিলেন।
আরও পড়ুন-ওয়ার্নের আগে মুরলী বলে প্রশ্নের মুখে সানি
হল জানিয়েছেন, ভিলায় পৌঁছে ওয়ার্ন প্রথমেই খোঁজ নিয়েছিলেন কীভাবে পাকিস্তান ম্যাচ দেখতে পাবেন? যা তখনই শুরু হতে যাচ্ছিল। ‘‘এরপর হাতে ঝুলিয়ে একগাদা জামা-কাপড় নিয়ে এল। যেন তখনই নিলাম হবে! শ্যেন আমার সঙ্গে স্পোর্টিং নিউজ-এ কাজ করেছে। ও আমাকে ২০০৫-এর অ্যাসেজের জাম্পার, ২০০৮-এর আইপিএল জেতা শার্ট, ওয়ান ডে সিরিজের টুপি ও শার্ট উপহার দিল আমাদের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অফিসে স্মারক হিসেবে রেখে দেওয়ার জন্য।” বলেছেন হল। তাঁর কথায়, এরপর প্রথমে আইপিএল, ক্রিকেট নিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওয়ার্ন খাওয়ার কথা বলেন। ‘‘আমরা স্থানীয় থাই খাবারের সঙ্গে ওর প্রিয় ভেজমিট ও মাখন নিই। আর এটাই ছিল শ্যেনের শেষ মিল।” বক্তব্য হলের।
আরও পড়ুন-হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দিলেন দুই মা
হল আরও দাবি করেছেন, তিনি বা বাকি সঙ্গীরা কেউ ওয়ার্নের ঘুরতে আসার আগে কার্ডিওলজিস্ট দেখিয়ে আসার কথা জানতেন না। ‘‘তবে ও এক বন্ধুর কাছে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলেছিল। শ্যেন জানত ও মোটা হয়ে যাচ্ছে। ওজন কমানোর চেষ্টা করছিল।” বলেছেন হল। তাঁর দাবি, দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকা থেকে শুরু করে যতটা সম্ভব, সবই করা হয়েছিল। এদিকে, ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকিনও জানিয়েছেন, কিংবদন্তি ক্রিকেটার ঘুরতে বেরোনোর আগে বুকে ব্যথার কথা বলেছিলেন। ওজন কমাতে ১৪ দিনের বিশেষ তরল খাবারের কোর্স করেছিলেন কয়েকবার। থাইল্যান্ড যাওয়ার ক’দিন আগেও সেটা একবার করে গিয়েছিলেন।
আরও পড়ুন-স্বনির্ভর করতে ঋণ ৪৫৫ জনকে
এদিনই চ্যানেল নাইন নেটওয়ার্ক জানিয়েছে, ওয়ার্নের শেষকৃত্য মেলবোর্ন মাঠে হবে। প্রায় এক লক্ষ মানুষ সেদিন গ্যালারিতে উপস্থিত থাকবেন। এদিকে, ওয়ার্নের দেহের ময়নাতদন্তের রিপোর্ট এদিনই সামনে এসেছে। রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে কিংবদন্তি স্পিনারের।