আগামী ১৫ অগাস্টের পরের দিন অর্থাৎ ১৬ অগাস্ট রাজ্যের সঙ্গে গোটা দেশে ‘খেলা হবে’ দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই ‘খেলা হবে’ দিবস উপলক্ষ্যে ওইদিন রাজ্য সরকার একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল । খেলবে ভারতীয় ফুটবল দল ও বাংলা ফুটবল দলে। কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ।
আরও পড়ুন- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও পালিত হবে ভার্চুয়ালি, বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রীতি ম্যাচের কথা জানান ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। তিনি এই মর্মে জানান, ১৬ অগাস্ট খেলা হবে দিবসের দিন সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল সাড়ে পাঁচটায় ভারতীয় জাতীয় দল এবং বাংলা দল দু’টি দলের খেলা হবে। পাশাপাশি মন্ত্রী আরও জানিয়েছেন, কোভিড বিধি মেনেই খেলা হবে দিবসের দিন পালন করা হবে। যুবভারতীর এই প্রীতি ম্যাচে ভারতীয় দলের তরফে থাকছে আদিল খান। এছাড়াও থাকছেন আরও একাধিক আকর্ষণীয় প্লেয়ার। পাল্লা দিতে বাংলা দলে কৌশিক সরকার ও অভিষেক খেলায় অংশগ্রহণ করবেন। যদিও সুনীল ছেত্রীকে এই খেলায় পাওয়া যাচ্ছে না, এমনটাই খবর।