আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইউনেস্কোর (UNESCO-র) তরফে জানা গিয়েছে, ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। পরে একই কারণে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হয়। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তারপর থেকে সেটিই হয়ে আসছে। আজ অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। লিঙ্গের বৈষম্যতাকে দূরে রেখে কাজের ক্ষেত্রে সমান অধিকারী ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমি দুনিয়া যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে নিহিত নারীদের জন্যই আজ নারী দিবস উদযাপন করা হয়।