ব্যুরো রিপোর্ট : গোটা রাজ্যেই উৎসাহের পালিত হল নারীদিবস। তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা সর্বত্রই শরিক হয়েছে উদযাপনে। অনেক জায়গাতেই কৃতী মহিলাদের সংবর্ধনা দেওয়া হল। প্রতিশ্রুতিমান মেয়েদেরও দেওয়া হল উৎসাহ। এমনকী নারীদের ওপর অত্যাচারের জন্য শাস্তিও।
আরও পড়ুন-স্বৈরাচারী উপাচার্যের মুখে চুনকালি, তীব্র ভর্ৎসনা আদালতের, অবিলম্বে হস্টেল খোলার নির্দেশ
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সংগীতা মালিকের উদ্যোগে জেলার প্রতিটি ব্লক ও শহরে মহিলারা বিশ্ব নারীদিবস পালন করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাঁকে কুর্নিশ জানানো হয়, সেই সঙ্গে বিশ্বের নারীদের সম্মান জানিয়ে অনুষ্ঠান করলেন।
পুরুলিয়ায় মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে শবর সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতি। ব্লকের গ্রামের ৩৫ জন ছাত্রছাত্রীকে বোর্ড, পেন, পেনসিল, রবার ও জ্যামিতি বাক্স দিলেন সমিতির রত্নাবলী শবর। জানালেন, এবার শবর জনজাতির ২৬ জন মেয়ে মাধ্যমিক দিচ্ছে।
আরও পড়ুন-নারীপাচার রুখতে শপথ
ঝাড়গ্রামের শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের এনএসএস-এর উদ্যোগে এবং বাংলা, ইংরেজি ও ইতিহাস বিভাগের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করলেন অধ্যক্ষা ড. সুজাতা তেওয়ারি। বহু ছাত্রী উদ্দীপনার সঙ্গে যোগদান করে। গান, কবিতা, নৃত্য, বক্তৃতা, বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়েছিল।
ছোট থেকেই কালনার ধাত্রীগ্রাম পঞ্চায়েতের বাঁধাগাছি উত্তরপাড়ার সোনালি সরেনকে টানত ফুটবল। অভাবী বাবার বল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। অগত্যা খড়-কাগজের বলে একাই খেলত। ছেলেরাও নাস্তানাবুদ হত ওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে। মন্ত্রী স্বপন দেবনাথ কালনার আটঘড়িয়াতে তাঁর মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবিরে ভর্তি করে দেন। নাদনঘাটে একটি প্রদর্শনী ম্যাচে সোনালির বাঁ পায়ের জাদুতে মোহিত হয়ে ক্রীড়া সংগঠক তথা কলকাতা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার স্বপন বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী কাপের জন্য কলকাতায় নিয়ে গিয়েছেন সোনালিকে। একদিন নারীদিবসে সফল নারীর মুখ হয়ে উঠবে সোনালি।
আরও পড়ুন-সফল অস্ত্রোপচার পিঠ থেকে বেরল বাঁশ
এই বিশেষ দিনে নারীদের প্রতি সম্মান ও অত্যাচার বন্ধ করতে রানাঘাট আদালত এক নারীকে ধর্ষণ ও খুন করে গয়না লুট করার অপরাধে মিজানুর মণ্ডল, সাহাজেল মণ্ডল ও আব্দুল হালিম মণ্ডলকে যাবজ্জীবন সাজা শোনালো। ২২ আগস্ট ২০১২-র ঘটনা।